Bangladesh

আরো ১৮ দিনের রিমান্ডে শিবির চিফ

আরো ১৮ দিনের রিমান্ডে শিবির চিফ

| | 26 May 2013, 06:28 am
ঢাকা, এপ্রিল ১৬: ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট দেলাওয়ার হোসেনকে আরো ১৮ দিনের রিমান্ডে পাঠানো হল হরতালের সময়কালীন হিংসাত্মক তাণ্ডবের পাঁচটি মামলায়।

 পুলিশ বিভিন্ন থানায় হোসেনের বিরুদ্ধে নানা সময়ে পাঁচটি মামলা দায়ের করেছিল।

 
ঢাকার পাঁচ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঙ্গলবার দুপুরে আলাদা আলাদা মামলায় হোসেনের রিমান্ডের সময়সীমা বাড়ান।
 
পুলিশ আদালতের কাছে হোসেনের জন্য ৩৫ দিনের রিমান্ড প্রার্থনা করেছিল।
 
হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা তেজগাঁও, কলাবাগান ও রামপুরা থানায় ২০১২-তে ও দুটি মামলা মতিঝিল ও হাজারীবাগ থানায় ২০১৩-তে দায়ের করা হয়েছিল হরতালের সময় দাঙ্গার অভিযোগে।
 
 মঙ্গলবার শুনানির সময় হোসেন অভিযোগ করে যে জিজ্ঞাসাবাদের নামে তাকে অমানবিক নির্যাতন করা হয়।
 
পয়লা এপ্রিল হোসেনকে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয় ফেব্রুয়ারি ২৮ তারিখে ঢাকার মিরপুর রোডে ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর আক্রমণে জড়িত থাকার অভিযোগে।
 
হোসেনকে সেদিন দুটি মামলায় গ্রেফতারিত ঘোষণা করা হয়।
 
পুলিশ আদালতের কাছে হোসেনের ২০ দিনের রিমান্ড প্রার্থনা করে। 
 
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন-ওর-রশিদ তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
মার্চ ৩১-এ পুলিশের গোয়েন্দা শাখার একটি দল হোসেনকে শ্যামলীতে তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করে।  
 
ফেব্রুয়ারি ২৮ তারিখে দেশব্যাপী হরতালের সময় দুটি মামলা দায়ের করা হয় মোহাম্মদপুর থানায় পুলিশের ওপর আক্রমণ ও কেয়ার হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগে।