Bangladesh

 ডিএমপি'র ভ্রাম্যমান আদালত পরিচালিত বিশেষ অভিযানে ০৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিএমপি'র ভ্রাম্যমান আদালত পরিচালিত বিশেষ অভিযানে ০৬ প্রতিষ্ঠানকে জরিমানা

| | 06 Jul 2015, 06:45 am
ঢাকা, জুলাই ৬- ঢাকা মেট্রোপলিটন পুলিশ সোমবার জানিয়েছেন যে ভ্রাম্যমান আদালত পরিচালিত বিশেষ অভিযানে ৬ প্রতিষ্ঠানকে রোববার জরিমানা করা হয়েছে।

"গত ০৫/০৭/২০১৫ খ্রি. তারিখ ডিএমপি’র ভ্রাম্যমান আদালত পরিচালিত মিরপুর এলাকায় অভিযানে ০৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান," একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

 

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রিন্স বাজার, জি-মার্ট, কুপার্স, মিনা বাজার, মুসলিম বিরানী হাউজ ও ঘরের ছোঁয়া।

 


বেলা ১২.৩০ টা থেকে ০৫.০০ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

 


মিরপুর-১ এলাকার প্রিন্স বাজারকে মেয়াদোত্তীর্ণ ও তারিখ বিহীন খাবার রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 


সনি সিনেমা হলের সামনে জি-মার্টকে মেয়াদোত্তীর্ণ ও তারিখ বিহীন দধি রাখা ও বিক্রয়ের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 


কুপার্সকে বিএসটিআই অনুমোদন বিহীন সস্ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 


মিনা বাজারকে বিএসটিআই অনুমোদন বিহীন পণ্য ও পঁচা মাছ, মুরগি রাখার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

 


মুসলিম বিরানী হাউজকে পোড়া তেল রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

অন্যদিকে ঘরের ছোঁয়াকে পঁচা-বাসি খাবার খাবার ও ব্যবহারের অনুপযোগী তেল ব্যবহারের অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 


ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমান আদালত কর্তৃক উক্ত অভিযানটি পরিচালিত হয়।

 

ইমেজঃঢাকা মেট্রোপলিটন পুলিশ ফেসবুক পেজ