Bangladesh

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাঃ আদালত জিয়াকে দিল পাঁচ বছরের কারাদণ্ড, ওনাকে নিয়ে যাওয়া হল কারাগারে

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাঃ আদালত জিয়াকে দিল পাঁচ বছরের কারাদণ্ড, ওনাকে নিয়ে যাওয়া হল কারাগারে

| | 08 Feb 2018, 04:16 am
ঢাকা, ফেব্রুয়ারি ৮ঃ দেশজুড়ে করা নিরাপত্তার মাঝে বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এই মুহূর্তে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

সংবাদ মাধ্যম সুত্রের খবর অনুযায়ী, বিএনপি নেত্রীর জন্য  কিডস ডে কেয়ার সেন্টারের তিনতলা ভবনের নিচতলায় দুটি রুমে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে।

 

আজকে জিয়ার রায় ঘোষণা করা হয়  বেলা আড়াইটার দিকে।

 

তারপরে ওনাকে কারাগারের দিকে নিয়ে যায় পুলিশ।

 

জিয়ার পরিচারিকা ফাতেমাকে টার সাথে রাখার আবেদন করা হলেও এখনও পর্যন্ত আদালত সেই বিষয় কিছু জানা যায়নি।

 

কারাগারের চারিদিকে কঠোর নিরাপত্তা বব্যবস্থা করা হয়েছে।

 

আজ দেশের এক আদালতে জিয়ার বিরুদ্ধে এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হয়েছে।

 

আদালত মামলায়  বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে ১০ বছর  কারাদণ্ড দিয়েছে।

 

বিচারক তাদের জরিমানা করেছে  দুই কোটি ১০ লাখ ৭১ হাজার।

 

অন্যদিকে, এই মামলার রায় অনুযায়ী,  জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাত করবার দায়ে আদালত  পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।