Bangladesh

উত্তরের ১১ জেলার সাথে ঢাকার বাস চলাচল বন্ধ

উত্তরের ১১ জেলার সাথে ঢাকার বাস চলাচল বন্ধ

| | 28 Feb 2018, 05:29 am
ঢাকা, ফেব্রুয়ারি ২৮ঃ বুধবার বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের ফলে এই মুহূর্তে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১১জেলার বাস চলাচল আছে।

ঘোষণাটি মঙ্গলবার জানানো হয়েছে  রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে জরুরি সভার শেষে।

 

তবে, এই পরিষেবা বন্ধ থাকায় আসুবিধায় পড়েছেন সাধারণ যাত্রীরা।

 

রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও,দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়াতে ঢাকার সাথে বাস যোগাযোগ বন্ধ আছে।

 

সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে  বগুড়া থেকে ঢাকাগামী ‘শাহ ফতেহ আলী’ বাসটিকে নিয়েই এই দন্ধ হয়।

 

বাসের চলাচল নিয়ে মালিকপক্ষের মধ্যে দন্ধ আছে।

 

দন্ধ মিটিয়ে সোমবার থেকে বাস চলাচল শুরু হলেও  সন্ধ্যার পর থেকে বগুড়া-ঢাকা পথে বাস চলাচল আবার বন্ধ করে দেওয়া হয়।

 

এই মুহূর্তে  কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঠনঠনিয়ায় ঢাকা বাস টার্মিনাল ও সাতমাথার সমস্ত টিকিট কাউন্টার বন্ধ আছে।

 

ঢাকার বাস মালিক সমিতি-মটর শ্রমিক ইউনিয়নের নেতারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে   ঢাকা-বগুড়া পথে শাহ ফতেহ আলীর কোনো এসি বাস চলাচল করতে দেওয়া হবে না।

 

শাহ ফতেহ আলীর সমস্ত বাস চলাচল ঢাকা শহরে বন্ধ করে দেওয়া হয়েছে।

 

বগুড়া মালিক সমিতি চায় আগের মত করেই বাস চলুক।

 

দন্ধের মাঝে মঙ্গলবার  বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে জরুরি সভা থেকে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ঢাকার সঙ্গে ১১ জেলার বাস চলাচল বন্ধ করবার পদক্ষেপ নেয়।