Bangladesh

রোহঙ্গিা ক্যাম্প থেকে আটক ৩৯ বিদেশি নাগরকি মুক্ত

রোহঙ্গিা ক্যাম্প থেকে আটক ৩৯ বিদেশি নাগরকি মুক্ত

| | 11 Mar 2018, 08:19 am
ঢাকা, মার্চ ১১ঃ বিনা অনুমতিতে কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করবার অভিযোগে আটক ৩৯ বিদেশি নাগরিককে ছেড়ে দিয়েছে পুলিশ।

উখয়িা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওস) মো. আবুল খায়রে জানান, অঙ্গীকারনামা নিয়ে তাদরে ছেড়ে দওেয়া হয়েছে।


রোববার বিকাল ৪টার দিকে বিদেশি নাগরকিদরে ছেড়ে দেওয়া হয়।

 

তারা যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, তুরস্ক, মালয়শেয়িা, হল্যান্ড ও ডনের্মাকসহ বভিন্নি দেশেরে নাগরকি।

 

ট্যুরস্টি ভিসায় এইসব বিদেশি নাগরকি বাংলাদেশে অবস্থান করছিলেন।

 

তারা রোহঙ্গিা ক্যাম্পে আর্ন্তজাতকি সংস্থাসহ বভিন্নি এনজিও সংস্থায় র্কমরত।

 

ওসি বলনে, "বিদেশি নাগরকিরা ট্যুরস্টি ভসিায় এলেও কোনও ওর্য়াক পারমটি ছলি না। বিনা অনুমতিতে রোহঙ্গিা ক্যাম্পে প্রবশেরে চষ্টোর অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়ছেলি। পরে তাদের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে ছেড়ে দওেয়া হয়ছে।তাদের র্কমরত সংস্থাগুলোর স্ব প্রতনিধিদিরে জিম্মায় অঙ্গীকারনামা নেওয়া হয়।"

 

Image: UN website