Bangladesh

সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে বাস করছে বাংলাদেশেঃ সংস্কৃতিমন্ত্রী

সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে বাস করছে বাংলাদেশেঃ সংস্কৃতিমন্ত্রী

| | 04 Nov 2017, 11:01 am
ঢাকা, নভেম্বর ৪ঃ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন যে বাংলাদেশের মাটিতে সমস্ত সম্প্রদায়ের মানুষ ‘শান্তি ও সম্প্রীতির’ সঙ্গে বসবাস করছে।

মন্ত্রী বাংলাদেশকে ধর্মীয় সম্প্রীতির ‘এক ঊর্বর ক্ষেত্র’ অভিহিত করেছেন।

 

রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ বিহারে থাই দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত ‘কঠিন চীবর দানোৎসব ২০১৭’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখার সময় শুক্রবার মন্ত্রী এই মন্তব্য করেছেন।

 

মন্ত্রী বলেনঃ "বৌদ্ধ ধর্ম মানবতা ও শান্তির কথা বলে।"

 

"এটি আমাদের অহিংসা, সম্প্রীতি ও সাম্যের শিক্ষা দেয়। বুদ্ধের শিক্ষা প্রকৃতভাবে অন্তরে ধারণ করলে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ, খুন-রাহাজানিসহ সকল ধরনের অনৈতিক কর্মকাণ্ড লোপ পাবে," উনি বলেন।

 

চীবর দানোৎসব পালনের বিষয় মন্ত্রী বলেনঃ "রাজকীয় এ কঠিন চীবর দানোৎসব উদারতা ও দাক্ষিণ্যের স্মারক বহন করে, যা সকল ধর্মের মূল তত্ত্ব। এ উৎসব দুই দেশের মধ্যে কেবল ধর্মীয় সহযোগিতাকে জোরদার করবে না, বরং সাংস্কৃতিক বিনিময় ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করবে।”