Bangladesh

রোহিঙ্গা প্রসঙ্গে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিলেন সুইজারল্যান্ড

রোহিঙ্গা প্রসঙ্গে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিলেন সুইজারল্যান্ড

| | 25 Jan 2018, 11:11 am
ঢাকা, জানুয়ারি ২৫ঃ রোহিঙ্গা প্রসঙ্গে বাংলাদেশের পাশে থাকবে এমন আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড।

দেশটি জানিয়েছে যে তাদের দেওয়া সহায়তা অব্যাহত থাকবে।


বাংলাদেশে নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত রেনে হোলেনস্টেইন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন।

 

বৈঠকের সময় তার সরকারের পক্ষ থেকে এই আশ্বাসের কথা হাসিনাকে জানিয়েছেন রাষ্ট্রদূত।

 

সাক্ষাৎ এর সময় হাসিনা রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে পাঠানোর বিষয় গুরুত্ব দিয়েছেন।

 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই সাক্ষাৎ এর বিষয় সাংবাদিকদের বলেনঃ "প্রধানমন্ত্রী বলেছেন, আমরা চাই তাড়াতাড়ি প্রত্যাবাসন শুরু হোক।”

 

২০১৭ সালের ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত ছয় লাখ ৮৮ হাজার রোহিঙ্গা এখনও পর্যন্ত মিয়ানমার থেকে পালিয়ের আশ্রয় নিয়েছেন বাংলাদেশে।

 

কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে এই মানুষেরা বেশিরভাগ আছেন।

 

গত ২৩ নভেম্বর মিয়ানমার ও বাংলাদেশ এই মানুষদের দেশে পাঠানোর জন্য সম্মতিপত্রে সই করেন।

 

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার কাজ দুই মাসের মধ্যে রেখেছিল দুই দেশ।

 

এই সময় শেষ হয়েছে মঙ্গলবার।

 

প্রাথমিক লক্ষ্য অনুযায়ী মঙ্গলবার থেকে তাদের ফেরত পাঠানোর কাজ  শুরু এখনও হয়নি।

 

রোহিঙ্গা পরিবারের তালিকা তৈরি ও যাচাইয়ের কাজ শেষ না হওয়াতেই পিছিয়েছে এই বিষয়টি।

 

দ্বিপক্ষীয় সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশে সুইস প্রেসিডেন্টের আসন্ন সফর নিয়েও আজকের সাক্ষাৎ এর সময় আলোচনা হয়।

 

বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র আজকে হাসিনা সুইস রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন।