Bangladesh

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানালেন হাসিনা

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানালেন হাসিনা

| | 05 Nov 2017, 11:44 am
ঢাকা, নভেম্বর ৫ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার একবার কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান করেছেন যে তারা জকেন মিয়ানমারের উপরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মানুষদের ফিরিয়ে নেন।

হাসিনা বলেনঃ "মিয়ানমারকে তার নাগরিকদের ওপর নির্যাতন বন্ধ করতে এবং বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ প্রয়োগ করুন।"

 

আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

 

হাসিনা বলেন যে রোহিঙ্গাদের উপরে মিয়ানমারে নির্যাতনের ঘটনা অস্থিরতা সৃষ্টি করছে।

 

৬ লাখ ২২ হাজারের বেশি রোহিঙ্গা অত্যাচারের মুখে পরে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন।

 

হাসিনা থেকে শুরু করে দেশের ও বিদেশের বেশ কিছু বড় রাজনৈতিক নেতারা কক্সবাজারে সফরে গিয়ে রোহিঙ্গাদের শিবির পরিদর্শন করেছেন।