Bangladesh

জিকা ভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্কিত হবেন নাঃ নাসিম

জিকা ভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্কিত হবেন নাঃ নাসিম

| | 09 Feb 2016, 04:02 am
ঢাকা, ফেব্রুয়ারি ৯- স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মঙ্গলবার বলেছেন যে দেশে কেউ যদি মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত হন তাহলে তার চিকিৎসার দায়িত্ব সরকার নেবেন।

উনি বলেন যে দেশের মানুষের এই রোগ নিয়ে আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

 

উনি বলেন যে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সরকার সব দায়িত্ব নিয়েছেন।

 

"যে কোনো রোগী চিহ্নিত হলে সমস্ত চিকিৎসা ব্যয় আমরাই দেব," মন্ত্রী বলেন।

 

উনি আরও বলেনঃ " জনগণের প্রতি আহ্বান, আপনারা আশ্বস্ত থাকুন।"

 

"এই ভাইরাস দেশে কোনোভাবেই সংক্রমিত হতে পারবে না," মন্ত্রী বলেন।

 

আজকে ‘জিকা ভাইরাস: বাংলাদেশ প্রেক্ষাপট’-বিষয়ে একটি সংবাদ সম্মেলনে মন্ত্রী এই কথাগুলি বলেছেন।



নাসিম বলেন যে দেশের এখনও কোন জিকা আক্রান্ত মানুষের খোঁজ পাওয়া যায়নি।

 

 

Image: UN website