Bangladesh

পরিক্ষার ফলঃ বিস্মিত নন মন্ত্রী

পরিক্ষার ফলঃ বিস্মিত নন মন্ত্রী

| | 04 May 2017, 12:59 am
ঢাকা, মে ৫ঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ এসএসসি-সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ–৫ কমার বিষয় বিস্ময় প্রকাশ করেনি।

উনি বরং বলেছেন যে নতুন পদ্ধতিতে সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়ন করা ফলে হয়তো এই ফলাফল দেখা যাচ্ছে।

 

সংবাদ মাধ্যমকে নাহিদ জানিয়েছেনঃ " খাতা মূল্যায়নের ক্ষেত্রে এবার একটা মান ঠিক করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী পরীক্ষকেরা খাতা দেখেছেন। এতে কাউকে কম বা বেশি নম্বর দেওয়ার সুযোগ ছিল না। এ কারণে ফলাফলে কিছুটা প্রভাব পড়েছে।"

 

মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে।

 

এইবারের ফলে দেখা যাচ্ছে ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী  পরীক্ষায় পাশ করেছেন।


পাশের মধ্যে  জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন শিক্ষার্থী।

 

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ফলাফলের এই অনুলিপি ওনার কাছে হস্তান্তর করেন।

 

শিক্ষার্থীরা ফল জানতে পারবেন আজ দুপুর ২টা থেকে।

 

এসএসসি ও সমমানের পরীক্ষায় এই বছর অংশ নিয়েছিলেন মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।

 

৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী  এই পরীক্ষায় গত বছর পাশ করেছিলেন।

 

Image: Wikimedia Commons