Bangladesh

মিরপুর জঙ্গি আস্তানা থেকে ৭ লাশ উদ্ধার

মিরপুর জঙ্গি আস্তানা থেকে ৭ লাশ উদ্ধার

| | 06 Sep 2017, 08:11 am
ঢাকা, সেপ্টেম্বর ৬ঃ ঢাকার মিরপুরে যে বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে র‍্যাব সেখান থেকে এখনও পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার কড়া হয়েছে।
র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন যে ভবন থেকে সাতটি কঙ্কাল পাওয়া গেছে।


এখন ৫৫ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে কক্ষের মধ্যে। জানিয়েছেন আহমেদ।

উনি সাংবাদিকদের জানান যে নিহত ব্যাক্তিদের মধ্যে আছেন জঙ্গি আব্দুল্লাহ, তাঁর দুই স্ত্রী, দুই ছেলে এবং বাকি দুজন কর্মচারী।

জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আল-আনসার সদস্য ছিলেন আবদুল্লাহ, আহমেদ জানান।

আজকে বিস্ফোরণের ফলে ভবনটির চতুর্থ ও পঞ্চম তলা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহমেদ বলেন।

‘কমল প্রভা’ নামের বাড়িটি গত সোমবার রাত ১১ টা থেকে ঘিরে রেখেছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বাড়িটির ২৪টি ফ্ল্যাটের মধ্যে ২৩টি ফ্ল্যাটের ৬৫ জন বাসিন্দাকে সোমবার ভবন থেকে সরিয়ে ফেলেছিল র‍্যাবের সদস্যরা।

ভবনটি মোট ছয়তলা।

মঙ্গলবার রাতে তিনটি বিস্ফোরণে কেঁপে ওঠে ভবনটি।

র‍্যাব জানিয়েছেন ভবনটিতে বিস্ফোরণটি ঘটায় জঙ্গিরা।

এখনও ভবনটির আশেপাশে কড়া নিরাপত্তা আছে র‍্যাবের।