Bangladesh

মন্ত্রিসভা বৈঠকে হজ প্যাকেজ নির্ধারণ হল

মন্ত্রিসভা বৈঠকে হজ প্যাকেজ নির্ধারণ হল

| | 26 Feb 2018, 06:49 am
ঢাকা, ফেব্রুয়ারি ২৬ঃ আজকে মন্ত্রিসভা বৈঠকে হজে যাওয়ার প্যাকেজ নির্ধারণ করেছে।

সরকারি ব্যবস্থাপনায় দুই প্যাকেজে দেশের মানুষ হজ যাত্রায় যেতে পারবেন।

 

৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা খরচ করলে প্রথম হজ প্যাকেজে যাওয়া যাবে এই পুণ্য সফরে।

 

সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ২ নিলে খরচ পড়বে  ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা।

 

বেসরকারি পথে সরকার  সর্বনিম্ন ১ লাখ ৬৮ হাজার ২৭৭ টাকা খরচ  নির্ধারণ করেছেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার  আজকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


এই  বৈঠকেই   ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৮’ এবং ‘হজ প্যাকেজ-২০১৮’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের আজকের বৈঠকের বিষয় বলেনঃ  “সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় প্রতি ৪৫ জন হজযাত্রীর জন্য একজন করে গাইড থাকবে। হজের দুই মাস আগে এসব গাইডদের তথ্য হজ অফিসে দিতে হবে।”


উনি আরও বলেনঃ "ডলারের দাম বেড়েছে, সব মিলিয়ে খুব বেশি বাড়ানো হয়নি। গতবার মোট বিমান ভাড়া ছিল একলাখ ২৪ হাজার ৭২৩ টাকা।"

 

“প্রত্যেক হজ এজেন্সিকে কমপক্ষে ১৫০ জন এবং সর্বোচ্চ ৩০০ জন হজযাত্রী নিতে পারবে। কোনোক্রমেই এক ফ্লাইটে তিনটি এজেন্সির বেশি যাত্রী পাঠানো যাবে না," উনি বলেন।

 

Image: Wikimedia Commons