Bangladesh

বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মানকে রিমান্ডে পাঠালো আদালত

বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মানকে রিমান্ডে পাঠালো আদালত

| | 28 Sep 2016, 01:32 pm
ঢাকা, সেপ্টেম্বর ২৮- বুধবার দেশের এক আদালত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ত্রসহ আটক দুই বাংলাদেশি বংশোদ্ভূতকে তিন দিনের হেফাজতে পাঠিয়েছেন।

তাদের পরিচয় হল আনিসুল ইসলাম তালুকাদার ও মো. মনির বেন আলি।

 

তাদের আজকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়েছিল।

 

শুনানির শেষে, মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন এই দুই ব্যাক্তিকে তিন দিনের জন্য হেফাজতে পাঠাবার মঞ্জুর করেন।


মঙ্গলবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগ্নেয়াস্ত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত জার্মানির দুই নাগরিককে আটক করা হয়েছিল।

 

তাদের থেকে  নয়টি আগ্নেয়াস্ত্রসহ পাওয়া গেছিল।

 

ঢাকা কাস্টম হাউস ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কর্মকর্তারা এই দুই ব্যাক্তিকে গ্রিন চ্যানেল  থেকে আটক করেছেন।

 

সংবাদ মাধ্যম সুত্রের খবর  অনুযায়ী, এই দুই ব্যাক্তি  এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে এই দেশে আসেন।

 

তল্লাশির সময় তাদের ধরা হয়।