Bangladesh

মানুষের কাছে ক্ষমা চানঃ জিয়াকে বলেন হাসিনা

মানুষের কাছে ক্ষমা চানঃ জিয়াকে বলেন হাসিনা

| | 09 Jan 2016, 12:43 pm
ঢাকা, জানুয়ারি ৯- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন যে উনি যেন দেশের ভোটারদের 'কুকুর' বলে ডাকার জন্য তাদের কাছ থেকে ক্ষমা চান।

"জলাতঙ্ক রোগ হলে নাকি মানুষ চোখে কুকুরের বাচ্চাই দেখে। জলাতঙ্ক হলে সব কুকুর দেখে। ওনাকে কোন কুকুর কামড় দিল?" হাসিনা বলেন।

" ‘উনি বলেছেন, ওখানে (ভোটকেন্দ্রে) নাকি পুলিশ ছিল আর কুকুর ছিল," হাসিনা জিয়াকে উদ্দেশ্য করে বলেন।

"ওনার দৃষ্টিতে সবাই কুকুর? মানে কত বড় অডাসিটি! কত বড় জঘন্য মনোবৃত্তি," হাসিনা বলেন।

 

গত ৫ জানুয়ারি নয়া পল্টনে বিএনপির জনসভায় খালেদা জিয়ার একটি বক্তব্যকে ধরেই প্রধানমন্ত্রী এই কথাগুলি বলেছেন।

 

জিয়া বলেছিলেনঃ "৫ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে কেউ যায়নি...ভোটকেন্দ্রে কুকুর শুয়ে ছিল। ভোট দিলে কুকুরই দিয়েছে, মানুষ ভোট দেয়নি।"

 

প্রসঙ্গত দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে হয়ে বাংলাদেশে ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ।

 

জিয়া ও তার দলের নেতারা এই সরকারকে বার বার ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন।

 


মানুষের কাছে ক্ষমা চাইতে বলে জিয়ার উদ্দেশ্যে হাসিনা বলেনঃ "“বাংলাদেশের মানুষের কাছে তওবা করেন। বাংলাদেশের মানুষকে যে কুকুর বলেছেন ক্ষমা চান।"

 

গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী এই কথাগুলি বলেছেন।