Bangladesh

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের স্মরণ করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের স্মরণ করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

| | 20 Feb 2016, 01:28 pm
ঢাকা, ফেব্রুয়ারি ২১- অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে দেশবাসীর পক্ষ থেকে ফুল অর্পণ করেছেন রাষ্ট্রপতি ম আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আজকের দিনে দেশের মানুষ সেই সব মহান আত্মার স্মরণ করেন যারা বাংলার দাবিতে পাকিস্তানি ঔপনিবেশিক শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করেছেন।

 

রাত ১২টা ১টি মিনিটে সেই মানুষদের স্মরণ করে ও জাতির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন হাসিনা ও হামিদ।

 

অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ সেই মুহূর্তে বাজানো হয়েছে।

 

পরে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে মন্ত্রিবর্গ ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের পক্ষ দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মহান আত্মারদের উদ্দেশ্যে তাদের শ্রদ্ধা জানান।

 

আজকের এই মুহূর্তে উপদেষ্টাগণ, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, কূটনীতিক বর্গ, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

স্পিকার শিরীন শারমিন চৌধুরী  শ্রদ্ধা জানিয়েছেন শহীদদের।

 

Image: Wikimedia Commons