Bangladesh

বিএনপি কর্মসূচির উপরে পুলিশ হামলা চালিয়েছে, অভিযোগ করলেন আলমগীর

বিএনপি কর্মসূচির উপরে পুলিশ হামলা চালিয়েছে, অভিযোগ করলেন আলমগীর

| | 08 Mar 2018, 07:28 am
ঢাকা, মার্চ ৮ঃ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এই বিষয়টি তুলে ধরেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি নেতারা কর্মসূচিটি পালন করছিল।

"আমাদের যাঁরা নেতৃস্থানীয়, যাঁরা দল পরিচালনা করেন, তাঁদের বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা আজকের এই ঘটনার প্রতিবাদে আগামী ১০ তারিখ শনিবার ঢাকা মহানগরের থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করছি," আলমগীর বলেন।

অভিযোগগুলি সংবাদ মাধ্যমের সামনের তুলে ধরে, উনি বলেনঃ " আমাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটল। এতটুকু সৌজন্যবোধ তারা দেখায়নি যে সিনিয়র নেতৃবৃন্দ সেখানে ছিলেন! তাদের সামনেই, আমাদের কর্মসূচি তারা শেষ করতে দেয়নি, সেই ভাবেই তারা আক্রমণ করেছে।"

এই ঘটনার নিন্দা জানিয়ে, উনি বলেন, " আজকে এটা হামলা। আমরা পুলিশি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ধিক্কার জানাচ্ছি।"

দেশের হাইকোর্ট আগামী রোববার জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন পাবেন কি না সেই বিষয় রায় দেবে।

আজকে দেশের সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবীরা নার জামিনের বিষয়টি আদালতের নজরে আনেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ আদেশের দিনটি ধার্য করেছে।

এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও আমিনুল ইসলাম খালেদা জিয়ার পক্ষ থেকে আদালতে উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বুধবার দলের নেত্রী খালেদা জিয়ার সাথে কারাগারে সাক্ষাৎ করেছেন।

একটি দুর্নীতি মামলায় জিয়া এই মুহূর্তে কারাগারে আছেন।

সাক্ষাৎ এর পরে,   ফখরুল সাংবাদিকদের বলেন যে জিয়া ওনাদের 'উসকানিতে' পা না দিয়ে 'শান্তিপূর্ণ' আন্দোলন চালাতে নির্দেশ দিয়েছেন।

ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে  ফখরুল ও দলের বেশ কিছু নেতা জিয়ার সাথে সাক্ষাৎ করেন।

“দেশনেত্রী সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন, কারো উসকানিতে পা না দিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে," ফখরুল বলেন।

কড়া নিরাপত্তার মধ্যে, ফেব্রুয়ারি ৮ দেশের এক আদালত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।

এই রায়  দিয়েছেন পুরান বকশীবাজারে জনাকীর্ণ আদালতে খালেদার উপস্থিতিতে ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান।

রায়কে ঘিরে দেশজুড়ে ছিল টান টান উত্তেজনা।

দেশের বিভিন্ন প্রান্তে এই দিনকে মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়।

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের এই মামলায় আদালত দিয়েছেন  দশ বছরের কারাদণ্ড।

বিচারক এই মামলায় প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা করে জরিমানা করেছে।

ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় জিয়াকে।