Bangladesh

মাধ্যমিকের মান বাড়াতে ১৫ সুপারিশ

মাধ্যমিকের মান বাড়াতে ১৫ সুপারিশ

| | 28 Nov 2016, 05:11 am
ঢাকা, নভেম্বর ২৮ঃ দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান আরও ভালো করবার লক্ষ্যে শিক্ষাবিদেরা ১৫ টি সুপারিশ দিয়েছেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ এই বিষয় সাংবাদিকদের জানান যে কিছুদিন আগে অনুষ্ঠিত এক কর্মশালায় এই সুপারিশের বিষয়গুলি উঠে আসে।

 

মন্ত্রী বলেন নিজেদের সুপারিশে ওনারা বিষয় কমানোর জন্য বলেছেন।

 

সাংবাদিকদের কাছে শিক্ষাবিদদের দেওয়া এসব সুপারিশ  আজ মন্ত্রী তুলে ধরেন।

 

মন্ত্রী বলেন আজকে যে ২০১৯ সাল থেকে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টিও তুলে দেওয়া হয় সুপারিশে।