Bangladesh

বাংলাদেশঃ কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করছে মোরা

বাংলাদেশঃ কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করছে মোরা

| | 29 May 2017, 10:34 pm
ঢাকা, মে ৩০ঃ ক্ষয়ক্ষতির আশংকা করে, ঘূর্ণিঝড় মোরাো মঙ্গলবার সকালে ছয়টার দিক থেকে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করেছে।

সাড়ে সাতটার দিকে এটি কক্সবাজার উপকূল অতিক্রম করে ফেলে ও ধিরে ধিরে চট্টগ্রামের দিকে এগোয়।

 

আবহাওয়া অধিদপ্তর নিজেদের বিজ্ঞপ্তিতে জানিয়েছেনঃ " উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মোরা উত্তর দিকে অগ্রসর হয়ে সকাল ছয়টার দিকে কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করেছে।"

 

এই মুহূর্তে, উপকূলীয় এলাকায় ও সমুদ্রবন্দরগুলোর উপর থেকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি অব্যাহত আছে।

 

এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপে,দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বেশ কিছু গাছপালা উপড়ে গেছে।

 


এলাকার মানুষদের নিরাপদ স্থানে নিয়ে যান কর্মকর্তারা।

 

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারদের নিরাপদ স্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

সেন্টমার্টিন ও টেকনাফ থেকেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।