Bangladesh

ঢাকাঃ ভয়াবহ আগুনে ইলিয়াস মোল্লা বস্তির চার হাজার ঘর পুড়ল

ঢাকাঃ ভয়াবহ আগুনে ইলিয়াস মোল্লা বস্তির চার হাজার ঘর পুড়ল

| | 11 Mar 2018, 11:35 pm
ঢাকা, মার্চ ১২ঃ ভয়াবহ আগুনে আজ রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনে ইলিয়াস মোল্লা বস্তির চার হাজার ঘর পুড়ে গেছে, জানিয়েছেন পুলিশ।

ফায়ার সার্ভিসএর পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে বলা হয়েছে যে সোমবার সকাল  ৪টার দিকে  এই বস্তিতে আগুন লাগার বিষয়টি প্রথম জানা যায়।

 

ফায়ার সার্ভিসের ২১ টি উইনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

 

প্রায় সাড়ে তিন ঘণ্টা লড়াইয়ের পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, জানান এক সায়ার সার্ভিস কর্মী।

 

আগুন নিয়ন্ত্রণে এলেও, ওই অঞ্ছল অনেকক্ষন ধোঁয়ায় আচ্ছন্ন ছিল।

 

ডাম্পিংয়ের কাজ এই মুহূর্তে চলছে।

 

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) মেজর শাকিল নেওয়াজ  সাংবাদিকদের জানান যে বস্তিতে প্রায়  আট হাজার ঘর ছিল।

 

উনি বলেন তার মধ্যে পঞ্চাশ  শতাংশ ঘর পুড়ে গেছে।

 

উনি আরও জানান যে যেহেতু  বস্তিতে ঢোকার রাস্তাগুলো সংকীর্ণ ও কাছাকাছি  পানির উৎস নেই তাই ফায়ার আরভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে অসুবিধা হয়েছে।

 

এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

 

তবে, আহত একজন এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি আছেন।

 

Image: Wikimedia Commons