Bangladesh

ডিএমপি’র নবগঠিত কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এর যাত্রা শুরু

ডিএমপি’র নবগঠিত কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এর যাত্রা শুরু

| | 16 Feb 2016, 11:21 am
ঢাকা, ফেব্রুয়ারি ১৬- ডিএমপি’র সদ্য গঠিত ইউনিট কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর যাত্রা শুরু হয়েছে।

"এই ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম," একটি বিবৃতির মাধ্যমে জানায় পুলিশ।


সম্প্রতি যুগ্ম পুলিশ কমিশনার পদ থেকে পদোন্নতি পেয়ে মনিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি )হয়েছেন।


নতুন এই ইউনিট সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, এই ইউনিটে ছয় শতাধিক জনবল কাজ করবে। এখানে ডিআইজি পদ ১টি, অতিরিক্ত ডিআইজি পদ ১টি, ডিসি পদ ৪টি, এডিসি পদ ১০ টি, এসি পদ ২০টি, ইন্সপেক্টর ৪০টি সহ অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে ইউনিটটি কাজ করবে।

 

তিনি আরও বলেন, ৪টি বিভাগে বিভক্ত হয়ে কাজ করবে এ ইউনিট। বিভাগগুলো হল-কাউন্টার টেরোরিজম বিভাগ, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, ক্রাইমসিন ম্যানেজমেন্ট বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।


মনিরুল ইসলাম বলেন, সন্ত্রাসবাদ, সন্ত্রাবাদে অর্থায়ন, সন্ত্রাসবাদে সহায়ক অপরাধগুলো প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা এ ইউনিটের মূল উদ্দেশ্য ।

 

ইন্টেলিজেন্স কালেকশন, অপারেশন পরিচালনা, মামলা রুজু, মামলা তদন্ত এবং তদন্তত্তোর সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখার উপর সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এ ইউনিটের কার্যক্রম।
--