Bangladesh

মানুষের পাশে আছে সরকার

মানুষের পাশে আছে সরকার

| | 05 Sep 2017, 12:02 pm
ঢাকা, সেপ্টেম্বর ৪ঃ বাংলাদেশের নেতারাই এমনটি পারে।

দেশের মানুষ কষ্টে থাকলে নেতারা কিভাবে তা ভুলে উৎসবে মেতে উঠতে পারে।

 

দেশের বহু জায়গায় বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

প্রাণ হারিয়েছেন বহু মানুষ।

 

ফসল ক্ষতির ঘটনাও বহু জায়গায় হয়েছে।

 

এই পরিবেশে ঈদের উৎসবের মাঝেও মানুষের পাশে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

 

বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য পরাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শনিবার সরকারের পাশাপাশি দেশের বিত্তবান ও সামর্থ্যবানদের এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন।

 

এই বছর বাংলাদেশের দীর্ঘ অঞ্চল বন্যা কবলিত হয়েছে।

 

“এ বছর হাওর অঞ্চলে আগাম বন্যা এবং দেশের কয়েকটি অঞ্চলে সাম্প্রতিক বন্যার কারণে অনেক মানুষ ভালভাবে ঈদ করতে পারছে না। বন্যা কবলিত এলাকার মানুষ যাতে ঈদের আনন্দ থেকে থেকে বঞ্চিত না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে," হামিদ বলেছেন।

 

"তাই ঈদুল আজহার পবিত্র এ দিনে আমি দেশের বিত্তবান ও সামর্থ্যবান সকলের প্রতি আহ্বান জানাচ্ছি- সরকারের পাশাপাশি আপনারও সাধ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়াবেন," উনি বলেন।

 

দেশের মানুষকে মানবতার সেবায় উৎসর্গ করতে আহ্বান করেন উনি।

 

"মানবতাই ধর্মের মূল বাণী। তাই মানবতার সেবায় আমাদের আত্মোৎসর্গ করতে হবে। আর এটাই ঈদুল আজহার শিক্ষা,” হামিদ বলেছেন।

 

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা আজ ঈদের উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদকে শুভেচ্ছা জানান।

 

স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা সকলেই শুভেচ্ছা জানাতে বঙ্গভবনে এসেছিলেন।


শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশকে আরও এগিয়ে নিয়ে জাওয়ারর স্বপ্ন মানুষকে দেখিয়েছেন।


ঈদের শুভেচ্ছা সকল নাগরিকদের সাথে বিনিময় করবার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছা প্রকাশ করেছেন যে বাংলাদেশ যেন একটি শান্তির দেশ হিসেবে গড়ে তোলা যায়।

 

"দক্ষিণ এশিয়ার বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ এবং উন্নত সমৃদ্ধ দেশ," হাসিনা বলেন।

 

 

হাসিনা বলেনঃ "আমাদের এই মাতৃভূমি বিশ্ব দরবারে যেন মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করব।"

 

ঈদের দিনে, দেশের মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, হাসিনা বলেনঃ "আপনারা সকলে দোয়া করবেন, উন্নয়নের পথে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি; তা যেনঅব্যাহত থাকে।”

 

দেশের বন্যার পরিস্থিতির কথা তুলে ধরে, হাসিনা বলেনঃ "কিছুদিন আগে বন্যা হয়েছে। সে বন্যা আমরা মোকাবেলা করেছি। নদীভাঙায় যারা ক্ষতিগ্রস্ত; তাদের ঘরবাড়ি তৈরি করা থেকে সব ব্যবস্থা আমরা নিয়েছি। ইনশাল্লাহ, এই বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না।”

 

অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, হাসিনা বলেন।


জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক থেকে সমাজকে রক্ষা ক্রবারজন্য সকল মানুষকে আহ্বান জানান উনি।

 

উনি বলেন যে দেশের যুব সমাজ যাতে ভুল প্তহে না যায় তাতে লক্ষ্য রাখতে হবে।