Bangladesh

নারায়ণগঞ্জে সাত খুন মামলা: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল

নারায়ণগঞ্জে সাত খুন মামলা: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল

| | 22 Aug 2017, 10:27 am
ঢাকা, আগস্ট ২২ঃ নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মঙ্গলবার দেশের এক আদালত সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নূর হোসেন, র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক কোম্পানি কমান্ডার মেজর (অব.) আরিফ হোসেনসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।

আজকের এই রায়টি দিয়েছে দেশের হাইকোর্ট।

\\

তবে, আদালত বাকি ১১ জনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

 

আজকের রায়টি দিয়েছেন বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

 

তবে, আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর রায় ঘোষণা করেছেন আদালত।

 

মৃত্যুদণ্ড দণ্ডিত আসামীরা হলেন নূর হোসেন, তারেক সাঈদ ও আরিফ হোসেন বাদে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন লে. কমান্ডার (চাকরিচ্যুত) এম মাসুদ রানা, হাবিলদার মো. এমদাদুল হক, এ বি মো. আরিফ হোসেন, ল্যান্স নায়েক হিরা মিয়া, ল্যান্স নায়েক বেলাল হোসেন, সিপাহি আবু তৈয়ব আলী, কনস্টেবল মো. শিহাব উদ্দিন, এসআই পূর্ণেন্দু বালা, সৈনিক আবদুল আলিম, সৈনিক মহিউদ্দিন মুনশি, সৈনিক আল আমিন, সৈনিক তাজুল ইসলাম।