Bangladesh

All Coaching Centre are Illegal: Nahid

All Coaching Centre are Illegal: Nahid

| | 28 Mar 2018, 09:45 am
ঢাকা, মার্চ ২৮ঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ দেশে অবস্থিত কোচিং সেন্টারগুলি ‘বেআইনি’।

সচিবালয়ে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উত্তর দেওয়ার সময় মন্ত্রী এই মন্তব্যগুলি করেছেন।

"ইচ্ছা করলেই সবকিছু বন্ধ করা যায় না," উনি বলেন।

"আমরা হয়তো কোচিং বন্ধ করতে পারি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা বন্ধ করে থাকে। তাই যেকোনো কারণে হোক আইনগতভাবে কোচিং গ্রহণযোগ্য নয়।," উনি বলেন।

কোচিং গাইড ও নোট বই বন্ধ করবার জন্য চেষ্টা করছে সরকার, শিক্ষামন্ত্রী বলেন।

এইচএসসি পরীক্ষা উপলক্ষে কাল বৃহস্পতিবার থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত  দেশে সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে, জানিয়েছে  শিক্ষা মন্ত্রণালয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশে চালু হবে এপ্রিল ২।

২৪ মে শেষ হবে পরীক্ষা।