Bangladesh

Anzu Ghosh eager to return to Bangladesh

Anzu Ghosh eager to return to Bangladesh

Bangladesh Live News | @banglalivenews | 10 Sep 2018, 06:51 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ১০ : দীর্ঘ ২২ বছর পর কলকাতা থেকে দেশে ফিরে চাঁটগাইয়া মেয়ে অঞ্জু ঘোষ বললেন, ‘আমি দেশে ফিরতে চাই। এটা আমার দেশ, এখান থেকে নি:শ্বাস নিয়ে গেছি, ওখানে ছাড়ছি। আমি বাঙাল, ওখানে আমাকে এটা অহরহ শুনতে হয়।’

দেশের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোছনা’র নায়িকাকে আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে সম্মানিত করে চলচ্চিত্র শিল্পী সমিতি। রোববার এফডিসিতে উপস্থিত হয়ে এ সম্মান গ্রহণ করেন ২২ বছর পর এফডিসিতে ফেরা এ নায়িকা। নিজের বক্তব্যে অঞ্জু ঘোষ বললেন, ‘আমাকে যে এতদিন পর মনে রেখেছেন আমার অবাক লাগছে। আজকে যে আমি মাতৃভূমিতে পাড়া দিতে পেরেছি কোন উদ্দেশ্য নয়, কোন ছবি করতে আসা বা শিল্পীরা কেমন আছে তা দেখতেও নয়, আমার কাছে একটা তীর্থে পাড়া দেয়ার মতো উপলব্ধি হচ্ছে।’


এফডিসির স্মৃতিচারণ করে অঞ্জু ঘোষ বলেন, ‘এই এফডিসিই আমাদের ঘরবাড়ি ছিলো, কাজ শেষে এখানেই ঘুমাতাম ঘুম থেকে উঠে আবার শুটিং হতো। চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমি বাংলাদেশে ফিরবো, ফিরতেই হবে। যেসব আনন্দের খবর শুনছি আর ইন্ডাস্ট্রির এমন অবস্থা, ফিরবো। তবে, কোন অভিমানে নয়, দু’দিনের জন্য বাংলাদেশ ছেড়ে গিয়ে মায়ের অনুরোধে এবং পারিবারিক কারণে সেখানেই থেকে যেতে হয়েছে।


এ সময় অঞ্জু ঘোষের পাশে উপস্থিত ছিলেন ‘বেদের মেয়ে জোছনা’ চলচ্চিত্রে অঞ্জু ঘোষের নায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, শিল্পী সমিতির আজকের উদ্যোগে এক আশার সঞ্চার হয়েছে। আশা করছি, এভাবেই আমাদের শিল্পীদের আরও মূল্যায়িত করা হবে। আসলে ভাবতে খারাপ লাগে, কান্না পায় যে চল্লিশটা বছর আমরা সবচেয়ে ভালো কাজ করতে পারতাম সে চল্লিশ বছরই চলচ্চিত্র থেকে দূরে থাকতে হলো। সবসময়ই বলি, আজও বলবো, এ চলচ্চিত্র বাঁচলেই আমরা বাঁচবো।’


অনুষ্ঠানে বক্তব্য রাখেন চলচ্চিত্র অভিনেতা ও শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমদ শরীফ। শিল্পী সমিতির সহ সভাপতি ও রাজেশ ফিল্ম এর কর্ণধার নাদের খান সেই ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষকে নিয়ে ‘জোছনা কেন বনবাসে’ শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব রাখেন।
চিত্রনায়িকা অঞ্জনা বলেন, ‘আশা করবো অঞ্জু ঘোষ দেশে ফিরে আসবে। জোছনা কেন বনবাসে থাকবে। জোছনা ফিরে আসুক নিজের ঘরে, বাংলাদেশের মেয়ে বাংলাদেশেই থাকবে আমাদের এটা আশা।’