Bangladesh

জামিন পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া

জামিন পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া

| | 12 Mar 2018, 04:27 am
ঢাকা, মার্চ ১২ঃ আজকে দেশের এক আদালত বিএনপি নেত্রী খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।

আজকে খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়টির উপরে আদেশ দেওয়া হয়  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার নথি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে পৌঁছানোর পর।

 

আজকের এই রায়টি দিয়েছেন  বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চে।

 

কারাদণ্ড পাওয়ার পরে আপিল ও  জামিনের আবেদন  করেছিলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী।

 

গতকাল জিয়ার জামিনের বিষয় আদেশ দেওয়ার দিন হিসেবে ধার্য ছিল।

 

তবে, আদালত পরে আজকের দিনটি এই রায় দেওয়ার জন্য ধার্য করে।

 

নির্ধারিত সময়ে নথি না আসার ফলেই এই রায়ের দিনটিতে পরিবর্তন করা হয়।

 

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি দুপুরে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত।

 

রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তখন থেকে খালেদা জিয়া সাজা ভোগ করছেন।

 

খালেদা জিয়া নিজের রাজনৈতিক জীবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।