Bangladesh

At least 162 passengers stranded in Singapore ferried home by US-Bangla Airlines
File picture

At least 162 passengers stranded in Singapore ferried home by US-Bangla Airlines

Bangladesh Live News | @banglalivenews | 08 Jul 2020, 12:55 am
A special flight ferried at least 162 Bangladeshi citizens stranded in Singapore. The operation was conducted by US-Bangla Airlines on July 7.

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, সিঙ্গাপুরে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। আগত প্রত্যেকে করোনাভাইরাস ‘নেগেটিভ’ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছে।
গত চারমাসে সিঙ্গাপুরের বিভিন্ন অঞ্চলে আটকে ছিল বহু সংখ্যক বাংলাদেশি। বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় দেশটি থেকে আজ আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইতোমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।