Bangladesh

Awami League looking at City Corporation elections as semi-finals

Awami League looking at City Corporation elections as semi-finals

| | 16 Apr 2018, 10:02 am
ঢাকা, এপ্রিল ১৬ঃ বিভিন্ন সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনকে 'সেমি ফাইনাল' হিসেবে ডাক দিয়েছে বাংলাদেশে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ দল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে এইগুলি পুরোপুরি 'সেমি ফাইনাল'।

 

“মানুষ এখন সিটি নির্বাচনের দিকে জড়িয়ে গেছেন," উনি বলেন।

 

উনি বলেন দেশের মানুষের মধ্যে আন্দোলনের মুড নেই।

 

সোমবার দুপুরে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম  দেখার সময় সাংবাদিকদের মুখোমুখি হলে উনি এই কথাগুলি বলেছেন।

 


“বাংলাদেশের মানুষ এখন পুরোপুরি নির্বাচনের মুডে। দুটি সিটি করপোরেশনে নির্বাচন হচ্ছে। মানে দুই বিভাগের ভোটাররা এর সঙ্গে জড়িয়ে গেছেন। এরপরে আরও পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন। সেমিফাইনাল চলছে, এখন আর আন্দোলনে কাজ হবে নআ," উনি বলেন।

 

ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় পার্টির সাথে জোট থাকবে কি না এই বিষয় উনি বলেনঃ "জোট হবে কিনা সেটি এই মুহূর্তে বলতে পারছি না। বসাবসি শুরু হয়ে যাবে। জেতার মতো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে।আর সরকার গঠনের সময় মন্ত্রী দেওয়া না দেওয়া নিয়ে সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

 

এই বছরে বা আগামী বছরের শুরুতে হয়তো বাংলাদেশে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন।