Bangladesh

Awami League needs to remove wrong things:Kader

Awami League needs to remove wrong things:Kader

Bangladesh Live News | @banglalivenews | 01 Oct 2019, 07:49 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, অক্টোবর ১ : আওয়ামী লীগকে আগাছা-পরগাছা মুক্ত করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতীয় সম্মেলন সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের বলছি পার্টির ক্লিন ইমেজ গড়ে তুলতে হবে। ক্লিন ইমেজ গড়তে হলে আমাদের আগাছা-পরগাছা মুক্ত আওয়ামী লীগ করতে হবে।

সেটাই বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্নের আওয়ামী লীগ হবে।


সোমবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যলায়ে ‘বিশ্বমানবতার বাতিঘর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিন’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন। দক্ষিণ আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজক।


ওবায়দুল কাদের বলেন, যে আওয়ামী লীগের কর্মীরা দুঃসময়ে কোণঠাসা হয়ে থাকে, সে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়। সে আওয়ামী লীগ শেখ হাসিনা আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করুন। এটাই শেখ হাসিনার চাওয়া।


সেতুমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধু ছবি লাগিয়ে, প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করেঅপকর্ম করবে, দুর্নীতি করবে, লুটপাট করবে, ভূমি দখল করবে তারা আওয়ামী লীগ লোক হতে পারে না। আমাদের লোকের অভাব নেই, খারাপ লোকের দরকার নেই। ভালো লোকের জন্য দরজা খুলে দিন। শেখ হাসিনা দরজা খুলে দিয়েছেন। ভালো লোকদের জন্য রাজনীতি দুয়ার খুলে দিতে হবে। গুটিকয়েক দুর্নীতিবাজ, লুটেরা, মাদক ব্যবসাী, চাঁদাবাজদের জন্য পুরো দল দুর্নামের ভাগিদার হতে পারে না। অপকর্ম যারাই করুক কাউকেই ছাড় দেয়া হবে না। পৃষ্ঠপোষক হউক বা যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান ওবায়দুল কাদের।


বিএনপির সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের দাবির সমালোচনা করে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আগে বলতো অনুমতি মেলে না। এখন অনুমতি পেয়ে রঙিন খোয়াব দেখছে ক্ষমতায় যাওয়ার।

ক্ষমতার রঙিন খোয়াব অচিরেই কর্পূরের মত উড়ে যাবে। তিনি বলেন, আওয়ামী লীগকে চেনেন না। আন্দোলন কত প্রকার ও কি। আওয়ামী লীগ অতীতে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। আন্দোলন রাজনৈতিকভাবে করলে রাজনীতি দিয়েই মোকাবিলা করা হবে।

 

আন্দোলনের নামে সহিংসতার কোনো উপাদান যুক্ত করলে উদ্ভূত পরিস্থিতিতে সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তত। তিনি বলেন, বিএনপির জাতীয় সরকারের দাবি মামা বাড়ির আবদার। জনগণের কাছে হাস্যকর।