Bangladesh

Awami League's 40 members hurt

Awami League's 40 members hurt

Bangladesh Live News | @banglalivenews | 28 Dec 2018, 05:05 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ২৮: শুধু ২৬ তারিখেই ১৭টি জেলার ২২টি আসনে বিএনপি-জামায়াতের হাতে ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার ফেসবুকের নিজ ভেরিফায়েড পেজে দেয়া এক স্ট্যাটাসে এমন অভিযোগ করেন তিনি।


ওই স্ট্যাটাসে নৌকা মার্কায় ভোট দিয়ে আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান জয়। তিনি লিখেছেন, মিডিয়া রিপোর্ট থেকে : ১ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ৫ জন আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে, ৪৪১ জন আহত হয়েছেন। ১৭০টি আওয়ামী লীগ কার্যালয়, বাসা-বাড়ি ও যানবাহন ভাঙচুর করা হয়েছে।

 

এ সময়ের মধ্যে ৬৮টি কার্যালয় ও যানবাহন পোড়ানো হয়। অন্তত ৪টি জায়গায় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটেছে। শুধুমাত্র ২৬ তারিখেই ১৭টি জেলার ২২টি আসনে বিএনপি-জামায়াতের গুন্ডাবাহিনীর হাতে ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়েছেন, ১০টি জায়গায় বোমাবাজি ও গোলাগুলির ঘটনা ঘটেছে এবং ৭টি দলীয় কার্যালয় ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। বিএনপি-জামায়াত মানেই সন্ত্রাসবাদ ও যুদ্ধাপরাধ। নৌকা মার্কায় ভোট দিয়ে আগামী নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করুন।