Bangladesh

তছরুপ হয়নি এক টাকাও, বলেন জিয়া

তছরুপ হয়নি এক টাকাও, বলেন জিয়া

| | 19 Oct 2017, 07:43 am
ঢাকা, অক্টোবর ১৯ঃ বি এনপি নেত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার বিষয় নিজের বক্তব্য রাখার সময় বলেছেন যে এতিমদের জন্য আসা একটি টাকাও তছরুপ করা হয়নি।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করেছেন নেত্রী।


আজকে দেশের এক আদালত  সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় জামিন মঞ্জুর করেছেন।

 

আজকে আদালতে উপস্থিত হন জিয়া।


জিয়া বলেনঃ “প্রতিটি পয়সা গচ্ছিত রয়েছে।  ব্যাংকের সুদ যুক্ত হয়ে সেই টাকা এখন অনেক বেড়েছে। একটি টাকাও তছরুপ বা অপচয় করা হয়নি।”

 


তবে, জিয়া প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আজ হামলা করে বলেন যে ওনার বিরুদ্ধেও বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল।


"ক্ষমতায় আসার পর সেই মামলাগুলো একে একে প্রত্যাহার ও নিষ্পত্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী, শাসক দলের মন্ত্রীরা বিচারাধীন মামলার বিষয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে বিচারকে প্রভাবিত করার চেষ্টা করছেন। মাননীয় আদালত, আমি কার কাছে যাব? আমি আদালতের প্রতি বিশ্বাস রাখতে চাই," উনি বলেন।

 

আজকে আদালতে উপস্থিত হওয়ার পরে জিয়া আত্মসমর্পণ করে জামিন চান।



বেলা ১১ টার সময় রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান উনি।

 


এই বিষয় জামিনের আবেদনের শুনানির শেষে, এক লাখ টাকা মুচলেকায় মঞ্জুর হয় জিয়ার আবেদন।


এই মামলার অন্য শুনানি চলছে।

 

গতকাল বাংলাদেশে ফিরেছিলেন জিয়া।

 

তিন মাস ধরে যুক্ত রাজ্যে ছিলেন উনি।

 

দেশের এক আদালত অক্টোবর ১২ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির  মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জাড়ি করে।

 

আদালত আজ জানিয়েছেন যে জিয়া অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন।

 

Image: Wikimedia Commons