Bangladesh

Banani Tragedy: Fireman who was injured during rescuing trapped people dies

Banani Tragedy: Fireman who was injured during rescuing trapped people dies

Bangladesh Live News | @banglalivenews | 07 Apr 2019, 11:36 pm
ঢাকা, এপ্রিল ৮ঃ বনানীর ভয়াল অগ্নিকান্ডের সময় নেভাতে গিয়ে আহত ফায়ারম্যান সোহেল রানা মারা গেছেন।

বনানীর এফ আর টাওয়ারে  মার্চ ২৮ তারিখ আগুন লেগেছিল।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ  এই বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

উনি বলেন  ফায়ারম্যান  সোহেল  বাংলাদেশ সময় রাত ২টা ১৭ মিনিটে মারা গেছেন।

 

ওনার মৃত্যুর সাথে এই ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ২৭।

 

২০১৫ সালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে সোহেল যোগ দিয়েছিলেন।

 

ওনার বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা গ্রামে।

 

কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যানকে প্রথমে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ার ফলে সিঙ্গাপুরে পাঠানো হয়।

 

ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে উঠে ২৮ তারিখ নিজের জিবন ঝুঁকি করে বহু মানুষকে বাঁচিয়েছিলেন উনি।