Bangladesh

Bangladesh: Dengue claims 8 more lives

Bangladesh: Dengue claims 8 more lives

Bangladesh Live News | @banglalivenews | 07 Aug 2019, 07:04 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ৭ : দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। আগের রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্তত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদের মধ্যে ঢাকায় দুই নারী ও তিন পুরুষ, দিনাজপুরে এক কিশোর এবং রংপুর ও চাঁদপুরে একজন করে শিশু রয়েছে।


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন তিন জনের মৃত্যু হয়েছে।

এরা হলেন- ফরিদপুরের মোহাম্মদ কালামের ছেলে হাবিবুর রহমান (২১), মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেতুয়াধারা গ্রামের কৃষক আমজাদ ম-ল (৫২) ও চাঁদপুরের হাজীগঞ্জের আহমেদপুরের বাসিন্দা মনোয়ারা বেগম (৭২)।

 

এদিকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

 

হাসপাতালের উপ-পরিচালক খায়রুল আলম জানান,  ডেঙ্গু জ্বর নিয়ে চিকিৎসাধীন হানিফ (৪২) নামে একজন সোমবার মধ্যরাতে মারা গেছেন।