Bangladesh

Bangladesh-Dubai signs MoU on Labours

Bangladesh-Dubai signs MoU on Labours

| | 19 Apr 2018, 12:30 pm
ঢাকা, এপ্রিল ১৯ঃ বহুদিন পর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রম বাজার খুলতে যাচ্ছে। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে কর্মী নেয়ার বিষয়ে দু'দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বুধবার দুবাইতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি ড. নমিতা হালদার এবং সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ বিষয়ক মন্ত্রী নাসের বিন থানি জুমা আল হামলির উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

 

এ সময় আল হামলি বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সর্ম্পকের কথা ব্যক্ত করেন।

 

সমঝোতা স্মারকে নিরাপদ, সুশৃংখল ও দায়িত্বশীল শ্রম অভিবাসনের লক্ষ্য অর্জনের বিষয় বিবেচনায় রাখা হয়েছে।

 

বহুদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য শ্রম বাজার খোলার বিষয়ে উচ্চপর্যায়ে যে আলোচনা চলছিলো, সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে তা আলোর মুখ দেখতে যাচ্ছে।