Bangladesh

Bangladesh, Finland to work together on climate change issue

Bangladesh, Finland to work together on climate change issue

Bangladesh Live News | @banglalivenews | 04 Jun 2019, 11:54 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুন ৫ : বাংলাদেশ এবং ফিনল্যান্ড জলবায়ু পরিবর্তনজনিত বিষয়ে একযোগে কাজ করতে সম্মত হয়েছে।

 মঙ্গলবার এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি সৌলি নিনিয়েসটোর এক আনুষ্ঠানিক বৈঠক থেকে এ কথা জানা গেছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী ১১ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে সফল প্রত্যাবাসনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের জোরালো সমর্থন ও প্রত্যাশা করেন।


ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সরকারি বাসভবনে অনুষ্ঠিত দু’দেশের দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্পিস রাইটার (সচিব) মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপসমূহ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সাগরের পানির উচ্চতা মাত্র ১ মিটার বৃদ্ধি পেলেই সমগ্র বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশ তলিয়ে যাবে।


এ প্রসঙ্গে তিনি জলবায়ুর পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবেলায় নিজস্ব অর্থায়নে বাংলাদেশের জলবায়ু তহবিল গড়ে তোলার প্রসংগ উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী এ সময় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবেলায় বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনি গড়ে তোলা এবং স্বেচ্ছাসেবক বাহনী গড়ে তোলার বিষয়টি ফিনল্যান্ডের রাষ্ট্রপতিকে অবহিত করেন।


জলবায়ু পরিবর্তনজনিত কারণে সাগরের জলের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকায় ফিনল্যান্ডের রাষ্ট্রপতি উদ্বেগ প্রকাশ করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ এবং বিশেষ করে জলোচ্ছ্বাস থেকে ক্ষয়-ক্ষতির পরিমাণ হ্রাস করতে বৈশ্বিক আবহাওয়াজনিত সতর্কবার্তা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।


রোহিঙ্গা সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় এত ব্যাপক সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় প্রদান দেশটির জন্য কঠিন বিষয়। আর এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও মিয়ানমার তাঁর নাগরিকদের প্রতিশ্রুতি মোতাবেক নিজ দেশে ফিরিয়ে না নিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী এ সময় তাঁর উদ্বেগের কথা জানান।


ফিনল্যান্ডের রাষ্ট্রপতির এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, মিয়ানমার থেকে বিুাড়িত ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাশে আশ্রয় প্রদানের পরও দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেনি।


দেশের উন্নয়নের বিভিন্ন সূচক তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী এ বছর আমাদের জিডিপি ৮ দশমিক ১৩ শতাংশে উন্নীত হওয়ার কথা বলেন এবং ফিনল্যান্ডের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহবান জানান।


প্রধানমন্ত্রী তাঁর পিতা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর আজন্ম সংগ্রাম এবং তাঁর নেতৃত্বে স্বাধীনুা অর্জনের কথাও উল্লেখ করেন।


এর আগে প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের রাষ্ট্রপতির বাসভবনে পৌঁছলে রাষ্ট্রপতি সৌলি নিনিয়েসটো তাঁকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়েও স্বক্ষর করেন। প্রধানমন্ত্রী ৫ দিনের সরকারি সফরে সোমবার ফিনল্যান্ড যান।