Bangladesh

Bangladesh Flight hijack attempt: Suspect dies

Bangladesh Flight hijack attempt: Suspect dies

Bangladesh Live News | @banglalivenews | 24 Feb 2019, 09:04 am
ঢাকা, ফেব্রুয়ারি ২৪ঃ বেশ আতঙ্কের মুহূর্ত আজ দেখা গেল চট্টগ্রাম বিমানবন্দরে যেখানে এক ব্যাক্তি বিমানের জিম্মি করবার চেষ্টা করেছিল।

তবে, বাংলাদেশের বীর সেপাইদের চেষ্টায় সেই প্রচেষ্টায় সফল হয়নি এই ব্যাক্তি।

 

গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় এই সন্দেহভাজনকে।

 

পরে সে মারা যান।

 

সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে যে  ‘মাহদী’।

 

হাতে আগ্নেয়াস্ত্র আর শরীরে ‘বোমা’ পেঁচিয়ে উনি চেষ্টা করেছিলেন বিমানটি জিম্মি  করবার, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

দেড়শ যাত্রী নিয়ে রোববার ঢাকা থেকে রওনা হওয়ার পর মাঝ আকাশে ওই ব্যক্তি পাইলটকে জিম্মি করেছিলেন বলে বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি বাংলাদেশের ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল।


এই জিম্মির চেষ্টার মাঝেই পাইলট সন্ধ্যা পৌনে ৬টার দিকে শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজটিকে অবতরণ করেন।

 

নামার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানটিকে ঘিরে ফেলে।

 

দুই ঘণ্টার নাটকীয়তা চলে ও সেনাবাহিনীর কমান্ডোরা অভিযানে নামে এই সমস্যার স্মাধান করতে।

 

বেসামরিক বিমান পরিচালনা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা  পরে সাংবাদিকদের বলেন যে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।

 

 Image: Sidhant Sibal Twitter page