Bangladesh

Bangladesh government to ban porn

Bangladesh government to ban porn

Bangladesh Live News | @banglalivenews | 21 Feb 2019, 01:15 pm
ঢাকা, ফেব্রুয়ারি ২২ঃ বাংলাদেশ আবার একবার যুদ্ধ শুরু করেছে।

এই যুদ্ধ মাদক ও জঙ্গির মতই একটি দেশের ক্ষতি করে দেয়।

 

এই লড়াই হল পর্ণ সাইতের বিরুদ্ধে।

 

প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন যে ইন্টারনেটে বিচরণ নিরাপদ করার লক্ষ্যে ইতোমধ্যে ২০ হাজার পর্ন সাইট ‘বন্ধ’ করা হয়েছে।


ধবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইইবির কম্পিউটার কৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত ‘সাইবার নিরাপত্তা এবং ভবিষ্যত চ্যালেঞ্জ’ শিরোনামের এক আলোচনা অনুষ্ঠানে নিজের মন্তব্য রাখার সময় মন্ত্রী এই কথাগুলি বলছেন।

 

দেড় বছর আগে একটি কমিটি গঠন করে টেলিযোগাযোগ বিভাগ যাতে কি না বাংলাদেশে ইন্টারনেটে পর্নগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট প্রকাশ বন্ধ করা যায়।

 

ওই কমিটির তালিকা ও কারিগরি প্রস্তাব পাওয়ার পরে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়।

 

“ডিজিটাল নিরাপত্তার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যেই ২০ হাজার পর্নো সাইট বন্ধ করা হয়েছে," মন্ত্রী বলেন।

 

“দ্রুত গতির ইন্টারনেটের পাশাপাশি ইন্টারনেট নিরাপত্তা অপরিহার্য। শিশুদের ইন্টারনেটে আসতে বলছি, কারণ ইন্টারনেট হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান ভান্ডার। তাই শিশুদের জন্য ইন্টারনেট নিরাপদ করতে আমাদের সাইবার নিরাপত্তা কর্মসূচি অব্যাহত থাকবে," উনি বলেন।

 

গত সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দারুন অরথনইতিক উন্নতি করে।

 

পাশাপাশি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে লড়াই করে সরকার।

 

এর লড়াইয়ে অনেকটাই বিজয় লাভ করে সরকার।

 

গত বছর ডিসেম্বর ৩০, হাসিনা আবার একবার নেত্রী হিসেবে বাংলাদশের মাটিতে আওয়ামী লিগকে বিজিত করেন।

 

প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার তানা ফিরে এসেছেন উনি।

 

দেখা যাক এইবার এই নতুন সমস্যাকে কি করে মোকাবিলা করে হাসিনা ও ওনার সরকার।