Bangladesh

Bangladesh: No threat for flood in upcoming 15 days
Amirul Momenin

Bangladesh: No threat for flood in upcoming 15 days

Bangladesh Live News | @banglalivenews | 23 Aug 2020, 07:47 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৩ আগস্ট ২০২০ : দেশে আগামী ১৫ দিনের মধ্যে নতুন করে বন্যা সৃষ্টি হওয়ার আশংকা নেই। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি কিংবা শেষের দিকে বন্যা হতে পারে। শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া এ সব কথা জানান।

তিনি বলেন, ‘দেশের অভ্যন্তরে এখন বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। তবে দেশের ভেতরের বৃষ্টি জলাবদ্ধতা তৈরি করে, কিন্তু বন্যা তৈরি করে না। সাধারণত ভারতের ভারী বৃষ্টির কারণে দেশে বন্যা হয়ে থাকে।’


আরিফুজ্জামান ভূঁইয়া আরও বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে দেশে বন্যার কোনো আশংকা নেই। তবে সামনে বন্যার আশংকা আছে।

সেটা সেপ্টেম্বরের মাঝামাঝি কিংবা শেষের দিকে হতে পারে। এখন উজানে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সেক্ষেত্রে পরিস্থিতি এখন উন্নতির দিকেই থাকবে। অবনতির সম্ভাবনা নেই।’

এবার দীর্ঘমেয়াদি বন্যার কবলে পড়েছে বাংলাদেশ। এ বিষয়ে গত মাসের ১৮ তারিখে মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেছিলেন, ‘২০০৪ সালে এ রকম দীর্ঘমেয়াদি বন্যা হয়েছিল। উল্লেখযোগ্য দীর্ঘমেয়াদি বন্যা হয়েছিল ১৯৯৮ ও ১৯৮৮ সালে। এরপর এত দীর্ঘমেয়াদি বন্যা ছিল না।’


এদিকে গত কয়েক মাসে তিন দফা বন্যায় এক হাজার ৩২৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ক্ষতি পুষিয়ে নিতে ৮২ কোটি ৫৪ লাখ টাকার পুনর্বাসন কর্মসূচি নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

 

বুধবার (১৯ আগস্ট) বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এ তথ্য জানান।