Bangladesh

Bangladesh observing undeclared lockdown
Pixabay

Bangladesh observing undeclared lockdown

Bangladesh Live News | @banglalivenews | 27 Mar 2020, 08:58 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ২৭ : করোনাভাইরাস মোকাবিলায় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দিনরাত কাজ করছে পুলিশও।

অলি-গলিতে টহল দেয়া ছাড়াও সচেতনতামূলক মাইকিং করে জনগণকে সতর্ক করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ইতিমধ্যে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে। এ সময়ে জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়ে বলা হয়েছে, অন্যথায় পুলিশের পিটুনি খেতে হবে। ফলে ঢাকাসহ সারা দেশে চলছে অঘোষিত লকডাউন।

এদিকে চট্টগ্রামে কোতয়ালী থানা পুলিশ মাইকিং করে নগরবাসীর উদ্দেশে বলছে, ‘আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন। কোনো প্রয়োজনে ৬১৯৯২২ এই নম্বরে কোতয়ালী থানায় ফোন করে সহায়তা নিন। আমরা আপনার প্রয়োজনে চলে আসব। আপনার প্রয়োজন পূরণ করব।’

পুলিশের সে আহ্বান শুনে ঘোষিত নম্বরে ফোন করেন এক নারী। তিনি জানান, তার স্বামী একজন জাহাজের ক্যাপ্টেন। সম্প্রতি জাহাজ থেকে ফেরার পর তিনি সেলফ কোয়ারেন্টাইনে আছেন। এ অবস্থায় তার পরিবারের জন্য বাজার-সদাই করা খুব প্রয়োজন। কিন্তু লকডাউনের কারণে তিনি বাসা থেকে বের হতে পারছেন না। সমস্যা শুনে টিম কোতয়ালীর এক পুলিশ সদস্য গিয়ে ওই নারীকে প্রয়োজনীয় বাজার করে দেন। পুলিশের এমন মানবিক আচরণ বিস্মিয় প্রকাশ করেছেন ওই গৃহবধূ।