Bangladesh

Bangladesh Polls: Counting of votes going on, Awami League leads (Al+ 13, BNP+0)

Bangladesh Polls: Counting of votes going on, Awami League leads (Al+ 13, BNP+0)

Bangladesh Live News | @banglalivenews | 30 Dec 2018, 08:25 am
ঢাকা, ডিসেম্বর ৩০ঃ ভোটগ্রহণের পর্ব শেষ করে এই মুহূর্তে দেশ জুড়ে গণনার পর্ব চলছে ও শেষ পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশের সাধারণ নির্বাচনে এখনও পর্যন্ত আওয়ামী লীগ তিনটি আসনে জয় লাভ করেছে।

দেশের কেন্দ্রগুলি জুড়ে এই মুহূর্তে গণনা চলছে ও দেশের মানুষ অপেক্ষা করছে সেই মুহূর্তের যখন এই বারের নির্বাচনের ফলাফল সম্পূর্ণভাবে জানা যাবে। তবে, সেই মুহূর্তে পৌঁছাতে এখনও অনেক সময় লাগবে।

কয়েকটি স্থানে গোলযোগ এবং বিরোধী জোটের ব্যাপক অনিয়মের অভিযোগে আনলেও ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলেই আজ ভোট হয়েছে উৎসবের মেজাজে।

ভোটের  সহিংসতায় ১১ জেলায় অন্তত ১৭ জন ব্যাক্তি প্রাণ হারিয়েছেন।

২৯৯টি আসনের ৪০ হাজার কেন্দ্রে আজ ভোটগ্রহণ হয়। তার মধ্যে ২২টি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে।

আজ সকাল ৮ টায় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয় ও শেষ হয় বিকেল ৪ টের সময়।

সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত নির্বাচন ভবন থেকে ঘোষিত ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে দেশজুড়ে বেশিরভাগ কেন্দ্রেই এগিয়ে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা।

তাদের থেকে অনেকটাই পিছিয়ে আছেন বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা। 

প্রসঙ্গত, মাগুরার দুই আসনের দুটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা জয় লাভ করেছেন।

এইবার ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার হয়েছে।

বিএনপি নির্বাচনের সময় অনিয়মের হয়েছে এমন অভিযোগ করলেও আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান সাংবাদিকদের বলেছেন  যে এইবার যে পরিমাণ সহিংসতার আশঙ্কা ছিল সেই তুলনায় সহিংসতা হয়নি।

উনি বলেনঃ "নির্বাচন ভন্ডুল করার বড় ধরনের পরিকল্পনা ছিল বিএনপি-জামায়াতের। সেই হারে সহিংসতা কম হয়েছে।"

অন্যদিকে, এইবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

শারীরিক অসুস্থতার কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি।