Bangladesh

Bangladesh polls: Voting ends, counting starts

Bangladesh polls: Voting ends, counting starts

Bangladesh Live News | @banglalivenews | 30 Dec 2018, 05:35 am
ঢাকা, ডিসেম্বর ৩০ঃ কিছু বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই দেশের ২৯৯ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে।

ভোট গণনার প্রক্রিয়া শুরু হয়েছে।


সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয় ও শেষ হয় বিকেল ৪ টের দিকে।

 

সংবাদ মাধ্যম খবর অনুযায়ী, ভোট ঘিরে সহিংসতায় শনিবার রাত থেকে দেশের আট জেলায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন।

 


চট্টগ্রামের পটিয়ায় দুজন বাঁশখালীতে একজন, রাজশাহীতে দুজন, কুমিল্লায় দইজন এবং রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, নোয়াখালী ও কক্সবাজারে একজন ব্যাক্তি এই ঘটনায় প্রাণ হারিয়েছেন।


বিরোধী দল বিএনপি জানিয়েছেন অভিযোগ করেছে যে সারাদেশে কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়াসহ সহিংসতার ঘটনা ঘটেছে।

 

ধানের শীষের প্রার্থীদের ভোট বর্জনের ঘোষণা এসেছে এখনও পর্যন্ত বাংলাদেশের বেশ কিছু অঞ্চল থেকে।


রাজধানী ঢাকায় পরিবেশ বেশ শান্তিপূর্ণ ছিল।

 

এক কথায় উৎসবে আমেজের মধ্যেই ভোটাভুটির পালা অনুষ্ঠিত হয়।

 

সংবাদ মাধ্যম সুত্রের খবর অনুযায়ী, নির্বাচনে সহিংসতায় নিহত ব্যক্তিদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতা-কর্মী।

 

"দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে," সাংবাদিকদের নির্বাচনের বিষয় বলেছেন সিইসি কে এম নূরুল হুদা।

 


এই মুহূর্তে নির্বাচনকে কেন্দ্র করে দেশের মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ রেখেছে প্রশাসন।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে বাংলাদেশে আজ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে।

 

দু–একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে বলেও জানান উনি।

 

উনি সাংবাদিকদের আরও বলেন যে তাঁর নির্বাচনী এলাকায় জনগণ যে রায় দেবেন, তা তিনি মেনে নেবেন।

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের উন্নয়নে আওয়ামী লীগকে ভোট দেবার আহ্বান জানিয়ে বলেন, ভোটের মাধ্যমে স্বাধীনতার পক্ষের জয় হবে।

 

এসময় তিনি বলেন, সারাদেশে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। এ পর্যন্ত দশজনকে হত্যা করা হয়েছে। গতকালও ৪ জনকে হত্যা করা হয়েছে। নির্বাচনে ফলাফল যাই হোক আমরা মেনে নিব।


রোববার সকাল ৮ টার দিকে রাজধানীর ধানমণ্ডির সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যমকে একথা বলেন শেখ হাসিনা। তিনি এসময় বলেন, বাংলাদেশে যে উন্নয়নের মহাসড়কের যাত্রা শুরু করেছে তা অগ্রগতি ও অব্যহত রাখার জন্য জনগণ নৌকা মার্কায় ভোট দিবেন।


তিনি আরও বলেন, আমরা সহিংসতা চাই না। শান্তিপূর্ণভাবে জনগণ ভোট দিবে, ভোট তাদের মৌলিক অধিকার। সেই অধিকার তারা প্রয়োগ করবে, যাকে খুশি তাকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে।


সব দলীয় প্রার্থী ও ভোটারদের উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে, আমরা উন্নত বাংলাদেশের যাত্রা শুরু করেছি। তা অব্যহত রাখতে হবে।
শেখ হাসিনা ঢাকা-১০ আসনের ভোটার। এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান।