Bangladesh

Bangladesh preparing new Rohingya list

Bangladesh preparing new Rohingya list

| | 29 Mar 2018, 12:37 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ২৯ঃ রোহিঙ্গাদের মিয়ানমারে হস্তান্তরের জন্য নতুন আরও একটি তালিকা তৈরি করছে বাংলাদেশ। তালিকা তৈরি হলে এটি মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

 নতুন তালিকায় রোহিঙ্গাদের সংখ্যা পাঁচ থেকে দশ হাজারের মধ্যে থাকবে বলে জানা গেছে।

 

গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ও মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সরকার ১ হাজার ৬৭৩টি পরিবারের ৮ হাজার ৩২ রোহিঙ্গার প্রথম তালিকা হস্তান্তর করা হয়।

 

এরমধ্যে এখন পর্যন্ত মিয়ানমার কর্তৃপক্ষ ৫৭০ রোহিঙ্গার নাম যাচাই-বাছাই করেছে।


এদিকে জিরো লাইনে এখনও যে পাঁচ হাজার রোহিঙ্গা অবস্থান করছে, তারা এখনও মিয়ানমারে অবস্থান করছেন। বাংলাদেশে আসার চেষ্টা করছেন না।


উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন শুরু হলে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল।

 

Photo: UNICEF/Brown