Bangladesh

Bangladesh President urges people to maintain harmony

Bangladesh President urges people to maintain harmony

Bangladesh Live News | @@banglalivenews | 29 Apr 2018, 11:34 am
ঢাকা, এপ্রিল ২৯ঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ বাংলাদেশের সকল ধর্মের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে এগিয়ে আসতে আহ্বান করেছেন।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রোববার  বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে উনি সাক্ষাৎ করেন ও শুভেচ্ছা বিনিময় করেন।

 

হামিদ বলেনঃ "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশের সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি পালন করে আসছে।"

 

"এটা আমাদের সম্প্রীতির এক অনুপম ঐতিহ্য," উনি বলেন।

 

"সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য বজায় রেখে দেশের সকল ধর্মের জনগণ দলমত নির্বিশেষে জাতীয় উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করবেন, শুভ বুদ্ধ পূর্ণিমার দিনে এ প্রত্যাশা রইল," রাষ্ট্রপতি বলেন।

 

বুদ্ধের জীবনাদর্শ  আজকের এই পৃথিবীতে বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা নেয়, মনে করেন হামিদ।

 

উনি বলেনঃ "আজকের এই অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি।"

 

রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।