Bangladesh

Bangladesh Prime Minister Sheikh Hasina reaches Australia

Bangladesh Prime Minister Sheikh Hasina reaches Australia

Bangladesh Live News | @banglalivenews | 26 Apr 2018, 11:48 pm
ঢাকা, এপ্রিল ২৭ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল সামিট অন উইমেনে যোগ দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার সিডনী শহরে পৌঁছেছেন।

তিন দিনের জন্য এই সফরে গেছেন উনি।

 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে এই সফরে গেছেন উনি।

 

এই সফরেই উনি সম্মানজনক ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

 

নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি হিসেবে ওনাকে এই গুরুত্বপূর্ণ ' অ্যাওয়ার্ডটি' দেওয় হচ্ছে।

 

আজকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিডনির স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৫ মিনিটে কিংসফোর্ড স্মিথ বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশের নেত্রী।

 

ওনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান।

 

অস্ট্রেলিয়ার উদ্দেশে উনি বৃহস্পতিবার দুপুরে ঢাকা ত্যাগ করেন।

 

ব্যাংককের যাত্রাবিরতি করে আবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন উনি।

 

সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর হাতে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হবে শুক্রবার সন্ধ্যায়।

 

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রীর সাথে আজ সকালে সৌজন্য সাক্ষাৎ করবেন, সংবাদ মাধ্যমে সুত্রে জানা গেছে।

 

ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট উয়েন লুয়ং বাংয়ের  সাথেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করবার কথা আছে।

 

এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট এ্যাতিফেত জাহজাগারকেও মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল ওমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ দেয়া হবে।

 

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে জানা গেছে, শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হচ্ছে।

 

এবারের সম্মেলনে শেখ হাসিনা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্তকরণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন।

 

আগামী ২৯ এপ্রিল দেশের উদ্দেশে অস্ট্রেলিয়া ত্যাগ করবেন তিনি। পরের দিন তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।