Bangladesh

Bangladesh rejecting radical thoughts strongly

Bangladesh rejecting radical thoughts strongly

Bangladesh Live News | @banglalivenews | 14 Sep 2018, 11:19 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টম্বর ১৫ : ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, চরমপন্থি ধারণাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা বাংলাদেশের জন্য বিরাট সফলতা।

এতে প্রতিবেশী দেশ হিসাবে ভারত খুবই গর্বিত।

 

শুক্রবার সিলেটে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) মন্দিরে ভারতীয় হাইকমিশনের অর্থায়নে অভয়চরন ভয়েস ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।


শ্রিংলা বলেন, সুসময় ও দুঃসময়ে সব সময় ভারত বাংলাদেশের পাশে আছে, পাশে থাকবে। ভারত ও বাংলাদেশ দ্রুত উন্নয়নের দেশ হিসাবে নিজেদের মধ্যে স্থান করে নিয়েছে।

 

দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উভয় দেশের সম্পর্ক আরও মর্যাদায় পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আর্থসামাজিক ক্সেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

 

দুই দেশের সম্পর্কে সোনালী অধ্যায় আখ্যায়িত করেছেন জানিয়ে তিনি বলেন, ভারত ও বাংলাদেশ অনেক উন্নয়নমূলক কাজ করেছে।

 

কুলাউড়া-শাহবাজপুর রেললাইন সংস্কার কাজ শুরু হয়েছে। এটি চালু হলে দু’দেশের ব্যবসা বাণিজ্য আরও বাড়বে।


হাইকমিশনার বলেন, চলতি বছরের শুরুতে সিলেটে সহকারী ভারতীয় হাইকমিশনের অফিস খোলা হয়েছে। শিগগির হাইকমিশনের কর্মকর্তারা সিলেটে যোগদান করবেন। এটি চালু হলে সিলেটের মানুষকে আর ভিসা পেতে অসুবিধা হবে না। তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্ম আমাদের দু’দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

 

এতে বাংলা সাহিত্যকর্ম আরও সমৃদ্ধ হচ্ছে। ভালো প্রতিবেশী দেশ হিসাবে দু’দেশ মর্যাদার আসনে ঠাই করে নিয়েছে।

 

বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলা হিসাবে গড়ে উঠুক এই প্রত্যাশা করি।