Bangladesh

Bangladesh: Six students dies in lightning

Bangladesh: Six students dies in lightning

Bangladesh Live News | @banglalivenews | 03 Jun 2019, 08:51 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুন ৩ : নওগাঁ জেলার পোরশা, সাপাহার, মহাদেবপুর, পঞ্চগড় সদর, জয়পুরহাটের ক্ষেতলাল ও খুলনার কয়রা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

এরমধ্যে নওগাঁয় বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

 

রোববার বিভিন্ন সময়ে জেলার পোরশা, সাপাহার ও মহাদেবপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন পোরশা উপজেলার শিশা নশিংগাহার গ্রামের মৃত ফুল মোহাম্মাদের ছেলে আব্বাস আলী (৪৫), মহাদেবপুর উপজেলার বাফিরাবাদ গ্রামের আমেদ আলীর ছেলে নাদিউজ্জামান নয়ন (১২) এবং সাপাহার উপজেলায় চুটু (৫০)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শীবগঞ্জ উপজেলার ডুলডুলি গ্রামে।


অপরদিকে সাপাহার উপজেলার কলমুডাংগা গ্রামের মাঠে বোরো ধান কাটার কাজ করছিলেন চুটু। সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এসময় হঠাৎ করেই বজ্রপাত হলে গুরুত্বর আহত হন। ধান কাটার অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এদিকে, মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বেলা ১২টার দিকে নাদিউজ্জামান নয়ন বাড়ির পার্শ্বে মাঠে খেলা করছিল। এসময় হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


পুলিশ জানায়, পঞ্চগড়ে বজ্রপাতে আশরাফুল ইসলাম (২৮) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই কৃষি শ্রমিক। রোববার সকালে সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের ফকিরপাড়ায় বজ্রপাতের ঘটনাটি ঘটে।


এদিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মুন্দাইল গ্রামে বজ্রপাতে আনোয়ার হোসেন হাবু (৩০) নামে কৃষক নিহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত হাবু একই উপজেলার আকবর আলীর ছেলে।


অপরদিকে খুলনার কয়রা উপজেলায়  বজ্রপাতে মাজেদা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বামিয়া গ্রামের খয়বার সরদারের স্ত্রী। রোববার দুপুর ২টার দিকে বামিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।


মাজেদা খাতুন বাগালী ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল নিয়ে বাড়ি ফেরার পথে আকাশ মেঘাচ্ছন্ন দেখে বাগালী ইউনিয়ন পরিষদের পার্শ্বে ১টি নারকেল গাছের নিচে আশ্রয় নেন। সেখানে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।