Bangladesh

Bangladesh to vote tomorrow, all measures completed

Bangladesh to vote tomorrow, all measures completed

Bangladesh Live News | @banglalivenews | 29 Dec 2018, 03:41 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ২৯: আগামীকাল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন।

এদিন আইনশৃঙ্খলা বাহিনীর ৬ লাখ ৭৬ হাজার ৬১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবেন ৬ লাখ ৮ হাজার। বাকি ৬৮ হাজার ৬১০ জন কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিমসহ অন্যান্য দায়িত্ব পালন করবেন।


শুক্রবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হচ্ছে।


ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশনের অধীনে প্রায় সাত লাখের কাছাকাছি নিরাপত্তা বাহিনী ও সাত লাখের মতো সিভিলিয়ান অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করছেন। এছাড়া, পর্যবেক্ষক ও সাংবাদিকসহ আরও এক লাখ মানুষ থাকবে। এই ১৫ লাখ লোক নির্বাচনি কাজে নিয়োজিত থাকবেন। সবার কাজ হবে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠান। আমরা আশা করবো, শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে।’


পোলিং এজেন্ট সম্পর্কে তিনি বলেন, ‘যে প্রার্থী যাকে পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ করবেন, তিনি ভোটের দিন প্রিজাইডিং অফিসারের কাছে তার নিয়োগপত্রটি পৌঁছে দিলেই চলবে।’ পোলিং এজেন্টের তালিকা ধরে হয়রানির অভিযোগ বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এটি রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়ার কথা নয়। দু-একটি জায়গায় এটি বিচ্ছিন্নভাবে হতে পারে। কিন্তু এটা হওয়ার কথা নয়। কমিশন থেকে এ ধরনের কোনও নির্দেশনা নেই। কোথাও হয়ে থাকলে আমরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে এটি অবহিত করবো। সচিব হিসেবে এখনও পর্যন্ত এ বিষয়ে কেউ কোনও অভিযোগ করেননি।’


ইসি সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনের ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৮ হাজার সদস্য। এর মধ্যে পুলিশ এক লাখ ২১ হাজার, আনসার চার লাখ ৪৬ হাজার, গ্রাম পুলিশ ৪১ হাজার।


এছাড়া, নির্বাচনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬৪০ জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এক হাজার ৩২৮ জন (এর মধ্যে ৬৫২ জন আচরণ বিধি প্রতিপালনের জন্য) দায়িত্ব পালন করছেন।


এবারের নির্বাচনে মোট ভোটার ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৫ জন, মহিলা ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২ জন। নির্বাচনে ভোটকেন্দ্র ৪০ হাজার ১৮৩টি, ভোট কক্ষ ২০ লাখ ৭৩১২টি। অংশগ্রহণকারী রাজনৈতিক দল ৩৯টি (নিবন্ধিত সবগুলো)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এক হাজার ৮৬১ জন। রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৭৩৩ জন। স্বতন্ত্র প্রার্থী ১২৮ জন।