Bangladesh

Bangladesh: Transport reducing despite new law not yet implemented

Bangladesh: Transport reducing despite new law not yet implemented

Bangladesh Live News | @banglalivenews | 27 Dec 2019, 05:29 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ২৭ : নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে শিথিল প্রশাসন। এখনই কড়াকড়ি আরোপ করছে না আইনশৃঙ্খলা বাহিনী। মামলা দেয়ার আগে আইনের বিষয়গুলো নিয়ে চালক-পথচারীদের সচেতন করাই লক্ষ্য। এদিকে নতুন আইন কার্যকরের পর রাজধানীতে যানবাহনের সংখ্যা কিছুটা কমেছে, এতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। ১ নভেম্বর থেকে সড়ক নিরাপত্তা আইন কার্যকর হলেও, এখনো এই আইনের প্রয়োগ দেখা যায়নি খুব একটা। চালক-পথচারী কেউই মানছেন না সড়ক আইন। চলছে যেখানে সেখানে গাড়ি পার্কিং, ওভারটেকিং, ইচ্ছেমতো রাস্তা পারাপারসহ নানা অনিয়ম।

বগুড়ায় মহাসড়কে অবাধে চলছে থ্রি হুইলার। মোটারসাইকেলে হেলমেট ছাড়াই উঠছেন আরোহী।

রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এখনো আইন সম্পর্কে জানেন না বেশির ভাগ চালক-পথচারী। তাই সচেতন করার কাজেই মনোযোগ বেশি তাদের।


এদিকে, চট্টগ্রাম নগরে ৪ ডিসেম্বর থেকে নতুন আইনে মামলা দেয়া শুরু হয়। তবে গুরুতর অপরাধকেই বিবেচনায় নেয়া হচ্ছে আপাতত।


খুলনায় লাইসেন্স, গাড়ির ফিটনেস নিয়ে সচেতনতা বাড়লেও আইন প্রয়োগের ক্ষেত্রে শিথিলতার অভিযোগ করেছেন অনেকে। এদিকে সিলেট ও বরিশালে কিছুটা শৃঙ্খলা ফিরেছে সড়কে। কমেছে রেজিস্ট্রেশন