Bangladesh

Bangladesh will dominate the world in the field of outsourcing: Joy

Bangladesh will dominate the world in the field of outsourcing: Joy

| | 15 Apr 2018, 06:21 am
ঢাকা, এপ্রিল ১৫ঃ শুধু সরকারি চাকরির পেছনে না ছুটে তথ্য প্রযুক্তি খাত ব্যবহার করে তরুণদের আয়ের পথ বের করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

পোশাক শিল্পের মতো আউটসোসিং খাতেও বাংলাদেশ বিশ্বে জায়গা দখল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

রোববার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনের  বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সামিটের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সজীব ওয়াজেদ।

 

তিনি বলেন, আমাদের স্লোগান ডিজিটাল বাংলাদেশ। আমি এটা ভেবে গর্ববোধ করি- অনেক উন্নত ও উন্নয়নশীল দেশ এখন আমাদের স্লোগানকেই অনুসরণ করে চলেছে। কারণ এই স্লোগানে বাংলাদেশই প্রথম।

 

একটি চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০০৯ সালে বাংলাদেশে এই খাতে মাত্র ৩০০ কর্মী ছিল, এখন তা ৪০ হাজার ছাড়িয়েছে।

 

আশা করছি আগামী ২০২১ সালের মধ্যে এ খাতে এক লাখ কর্মসংস্থান হবে।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক এই উপদেষ্টা বলেন,  আইটি সেক্টরে ১০ বছর আগে বছরে আড়াই কোটি ডলারের সমান রপ্তানি করতো।

 

এখন সেটা ৮০০ কোটি ডলার অতিক্রম করেছে। শুধু আউটসোর্সিং থেকে আয় হচ্ছে ৩০ কোটি ডলারের বেশি।

 

 

দুইদিনের এই সামিটে দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তিবিদ, সরকারের নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং বিপিও খাতের সঙ্গে জড়িতরা অংশ নিয়েছেন।

 

Image: Wikimedia Commons