Bangladesh

বাংলাদেশ এগিয়ে আছে দক্ষিণ এশিয়ায় নারী-পুরুষ সমতায়ঃ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

বাংলাদেশ এগিয়ে আছে দক্ষিণ এশিয়ায় নারী-পুরুষ সমতায়ঃ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

| | 26 Oct 2016, 09:55 am
ঢাকা, অক্টোবর ২৬ঃ একটি অন্যরকম বিষয় দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নিজেদের প্রকাশিত বৈশ্বিক লিঙ্গ বিভাজন সূচক প্রতিবেদন ২০১৬-তে জানিয়েছেন যে এশিয়ান দেশ গুলির মধ্যে বাংলাদেশ নারী-পুরুষ সমতা সূচকে সবচেয়ে এগিয়ে আছে।

 প্রতিবেদন প্রকাশ করা হয়েছে মঙ্গলবার।

 

গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে মোট  ১৪৪টি দেশের নারী-পুরুষ সমতার চিত্রটি তুলে ধরা হয়েছে।

 

বাংলাদেশ এই তালিকায় ৭২ তম স্থানে দাঁড়িয়ে আছে।

 

ভারত (৮৭), শ্রীলঙ্কা (১০০), নেপাল (১১০), মালদ্বীপ (১১৫), ভুটান (১২১) ও পাকিস্তান (১৪৩), বাংলাদেশের থেকে নিচে আছে।

 

এই প্রতিবেদনে সার্বিক সুচকে সবার উপরে দাঁড়িয়ে আছে আইসল্যান্ড।