Bangladesh

কর্মবিরতির ডাক দিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

কর্মবিরতির ডাক দিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

| | 02 Jan 2016, 02:09 pm
ঢাকা, জানুয়ারি ২- বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আগামী জানুয়ারি ১১ থেকে দেশে কর্মবিরতির ডাক দিয়েছেন।


বেতন কাঠামোর বৈষম্য নিরসনের দাবি জানিয়ে এই কর্মবিরতির দাক দিয়েছেন শিক্ষকরা।

 


বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন আজ ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে বইথকের শেষে এই সিদ্ধান্ত নিয়েছে।

 

ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তাদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার ফলেই এই সিদ্ধান্তটি তারা নিয়েছেন।

 

শিক্ষকরা অভিযোগ করেছেন যে তাদের  তিনটি দাবি গত ৬ ডিসেম্বর বৈঠকে অর্থমন্ত্রী মেনে নিলেও পরে তার বেতন কাঠামোর গেজেটে তার মধ্যে প্রথম দুটির প্রতিফলন ঘটেনি।